আবারও উত্তরপ্রদেশের এক ভয়াবহ ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আর ওই অভিযুক্তের স্ত্রী সেই ধর্ষণের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় আয়ের উদ্দেশ্যে। ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিস ওই দম্পতিকে গ্রেফতার করে। পুলিশি রিপোর্ট বলছে, গত ১৪ জুলাই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদাউনে।
পুলিস সূত্রে খবর, কিশোরীর অভিযোগ অনুযায়ী, ১২ জুলাই তার সঙ্গে এই নির্যাতনের ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি তারই গ্রামের বাসিন্দা। মেয়েটিকে অভিযুক্ত তার বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপর তাকে ধর্ষণ করে এবং অভিযুক্তের স্ত্রী মোবাইলে ভিডিও করে এই নারকীয় ঘটনা। এমনকি এই ঘটনার কথা কাউকে বললে ভিডিওটি ইন্টারনেটে আপলোড করে দেওয়ার হুমকি দেয় নির্যাতিতা কিশোরীকে।
আরও পড়ুন- Odisha man beheads wife : সন্দেহের বশে স্ত্রীকে খুন, কাটা মাথা নিয়ে ১২ কিলোমিটার হাঁটল স্বামী
যদিও অভিযুক্তের স্ত্রী ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে বলে জানা গেছে। এই ঘটনার কথা জানতে পারে নির্যাতিতার পরিবার। এরপরেই পুলিশের দারস্থ হয় নির্যাতিতার পরিবার।
ইউপি পুলিশ ১৪ জুলাই দম্পতিকে গ্রেফতার করে। তাদের পকসো (যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা) আইন এবং আইটি (তথ্য প্রযুক্তি) আইনের ধারায় অভিযুক্ত করা হয়েছে।