বৃহস্পতিবার তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। মোট ১১৯ টি আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। ক্ষমতা দখলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধি এবং ক্ষমতাসীন বি আর এস প্রধান কে সি রাও লাগাতার প্রচার চালিয়েছেন। এদিন রাজ্যজুড়ে মোট ৩৫ হাজার ৬৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্যে মোট ৩ কোটি ২৬ লাখ ভোটার রয়েছে।
এবারের নির্বাচনে বি আর এস ১১৯টি আসনেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে কংগ্রেসের তরফে ১১৮টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। এছাড়াও আসাদউদ্দিন ওয়াইসির AIMIM মোট ৯টি আসনে প্রার্থী দিয়েছে।
নিজেদের ক্ষমতা ধরে রাখতে কোনও কসুর করছে না কে সি আরের দল বি আর এস। প্রতিটি বিধানসভা কেন্দ্রেই তাদের প্রার্থী রয়েছে। এবারের নির্বাচনে জিতলে তেলাঙ্গানায় ক্ষমতা দখলে হ্যাট্রিক করবে তারা। অন্যদিকে দক্ষিণভারতের এই রাজ্যে ক্ষমতায় আসতে আঁটঘাট বেঁধে লড়াইয়ে নেমেছে বিজেপিও। নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে জনসভা করেছিলেন তিনি। নিজের দলকে ক্ষমতায় আনতে হায়দরাবাদে বিশাল রোড-শো করেন প্রধানমন্ত্রী।