আইআইটিতে ভর্তির প্রস্তুতির জন্য আবাসিক কলেজের প্রবল চাপ। আর সেই মানসিক হেনস্থা সহ্য করতে না পেরে আত্মঘাতী বছর ১৬-এর এক কিশোর। হায়দরাবাদের শ্রী চৈতন্য জুনিয়র কলেজের এই ঘটনায় চাঞ্চল্য তেলেঙ্গানায়। একাদশ শ্রেণির ওই পড়ুয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলেই খবর। মায়ের উদ্দেশে লেখা তার সুইসাইড নোটে উঠে এসেছে গত কয়েক মাসের নিদারুণ পরিস্থিতির কথা। তেলেঙ্গানার ওই আবাসিক কলেজে থেকে পড়াশোনা করত মৃত কিশোর।
জানা গিয়েছে, আইআইটি-র জন্য প্রস্তুতির জন্য ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্লাস চলে। মাঝে শুধমাত্র প্রাতরাশ, মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের জন্য তিন বার কয়েক মিনিটের বিরতি পাওয়া যায়। পাশাপাশি, লাগাতার পরীক্ষার জন্য ক্লাস থেকে ফিরে ফের রাত জেগে পড়াশোনাও করতে হয়।ওই কিশোরের সহপাঠীদের অভিযোগ, এই প্রবল চাপ সত্ত্বেও পড়াশোনায় একটু খামতি থাকলেই পড়ুয়াদের যখন-তখন সকলের সামনে চরম হেনস্থা করা হয়।
আরও পড়ুন- TMC On Vote Result : অভিষেকেই চমক, প্রাথমিক গণনায় উত্তর-পূর্বের মেঘালয়ে টক্কর দিচ্ছে তৃণমূল