মাটি কাটার যন্ত্রের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শিবমন্দির(Rajasthan Temple Collapsed)। মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের কারাউলি। মঙ্গলবারের এই দুর্ঘটনায় মন্দিরের তলায় চাপা পড়েন পুজো দিতে যাওয়া মহিলারা। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পুলিশকর্মীরা(Rajasthan Police)। তাঁদের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও।
জানা গিয়েছে, রাজস্থানের কারাউলির(Karauli Temple Collapsed) সাপোতারা গ্রামের শিবমন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন গ্রামের মহিলারা। সেই সময় আবার মন্দিরের পাশে পাকা নালার জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। মাটি কাটার যন্ত্র(JCB Machine) দিয়ে নির্মাণস্থল ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে অন্যত্র সরানো হচ্ছিল বলেই খবর। চালকের অসতর্কতায় ওই মাটি কাটার যন্ত্রটি গিয়ে ধাক্কা মারে পাশের শিবমন্দিরে। বিপুল ওই লোহার যন্ত্রের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুরনো শিবমন্দির(Shib Mandir)। সেখানেই আটকে পড়েন পুজো দিতে যাওয়া বেশকিছু মহিলা।
আরও পড়ুন- Gold Price Today: সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত, মঙ্গলে কততে বিকোচ্ছে সোনা-রূপো?
ঘটনার পরই উদ্ধারকাজে নামেন স্থানীয়রা। তাঁদের উদ্ধার করে পাঠানো হয় স্বাস্থ্যকেন্দ্রে। উদ্ধারকাজে আসে পুলিশ-দমকল(Police -fir eBrigasde)। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তুপের মধ্যে কেউ আটকে রয়েছেন কীনা, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।