জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) আবারও জঙ্গী হামলা (Terror Attack)। পুলিশ জানিয়েছে, সোপিয়ান এবং পুলওয়ামা জেলার দু'টি সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলা হয়েছে। তাতে তিন জওয়ান আহত হয়েছেন।
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার রাত ৮.১০ মিনিটে দক্ষিণ কাশ্মীরের জেলা সোপিয়ানে (Shopian) জৈনাপোরা এলাকার বাবাপোরার একটি সিআরপিএফ (CRPF) ক্যাম্পে হামলা চালানো হয়।
পুলওয়ামা জেলার (Pulwama) ত্রাল এলাকায় সিআরপিএফের ১৮০ ব্যাটেলিয়নের ক্যাম্পেও গ্রেনেড হামলা চালানো হয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) যেদিন সিআরপিএফ দিবসের প্যারেডে অংশ নিতে জম্মু গেলেন, সেদিনই এই জোড়া হামলার ঘটনা ঘটল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসবাদীদের হাত থেকে জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছে সিআরপিএফ। এটিই বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।" আগামী কয়েক বছরের মধ্যে কাশ্মীর, উত্তর পূর্ব এবং নকশাল অধ্যুষিত এলাকায় সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি জানান, এর যাবতীয় কৃতিত্ব সিআরপিএফের।
অমিত শাহের কথায়, "জম্মু-কাশ্মীর, উত্তরপূর্ব ভারত এবং নকশাল অধ্যুষিত এলাকায় সিআরপিএফ যা কাজ করছে, তার ভিত্তিতে আমি আত্মবিশ্বাসী যে, কয়েক বছর পর আর এই সব এলাকায় সিআরপিএফ মোতায়েন করতে হবে না। সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হবে।"
আরও পড়ুন: Bhagavad Gita: 'গীতা একটা দর্শন', গুজরাটের স্কুল পাঠ্যসূচিতে গীতার অন্তর্ভূক্তিতে মন্তব্য শমীকের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখেন৷ তিনি জানান, জঙ্গীদের আর্থিক ও পরিকাঠামোগত ব্যবস্থা ধ্বংস করতে হবে।
নরেন্দ্র মোদীর (Narendra Modi) শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জম্মু কাশ্মীরের স্বপ্ন বাস্তবায়িত করতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে হবে বলেও জানান অমিত শাহ।
দু'দিনের সফরে জম্মু কাশ্মীরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
২০১৮ সালে জম্মু কাশ্মীরে ৪১৭টি জঙ্গী হামলার ঘটনা ঘটেছিল। ২০২১ সালে তা কমে হয় ২২৯। ২০১৮ সালে প্রাণ হারিয়েছিলেন ৯১ জন জওয়ান। ২০২১ সালে তা কমে হয় ৪২ জন।