জম্মু-কাশ্মীর পুলিশের(Jammu-Kashmir Police) বিরাট সাফল্য। শুক্র এবং শনিবার ধরে চলা দুটি আলাদা এনকাউন্টারে পাঁচ জঙ্গিকে(terrorist) নিকেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের পুলওয়ামা(Pulwama) এবং বদগামে(Badgam) ২৯ এবং ৩০ জানুয়ারি রাতে অপারেশন চালায় নিরাপত্তা বাহিনী। মৃত জঙ্গিরা পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবা(Lashkar-e-Taiba) এবং জইশ-ই-মহাম্মদ(Jaish-e-Mohammad) জঙ্গীগোষ্ঠীর সদস্য। এনকাউন্টারে জাহিদ ওয়ানি(Zahid Wani) নামক এক জইশ কমান্ডারসহ ৪ জঙ্গিকে খতম করা হয়।
২০২১ সালে নিরাপত্তা বাহিনী দাবি করেছিল, মোট ১০০টি অভিযানে প্রায় ১৮২ জন সন্ত্রাসীকে(Terrorist) তারা নির্মূল করেছে। জম্মু-কাশ্মীর পুলিশ(J&K Police) জানিয়েছে, গত বছরের অভিযানে নিহতদের মধ্যে ছিল সন্ত্রাসবাদী সংগঠনের ৪৪ জন শীর্ষস্থানীয় কমান্ডার এবং কুড়িজন বিদেশি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই মৃত ৪৪ জন শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের মধ্যে ২৬ জন লস্কর-ই-তৈবা(Lashkar-e-Taiba), ১০ জন জইশ-ই-মহাম্মদ(Jaish-e-Mohammad), ৭ জন হিজবুল মুজাহিদিন(Hizbul Mujahideen), এবং ১ জন আল বদরের(Al Badr) সদস্য।
ডিজিপি দিলবাগ সিং(DGP Dilbag Singh) জানিয়েছেন, ২০২১ সালের পর থেকেই সীমান্তে অনুপ্রবেশ অনেকাংশে হ্রাস পেয়েছে।