এক হোটেল মালিকের নৃশংস হত্যার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় মহারাষ্ট্রে৷ ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করোছে আততায়ী৷ যৌনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে মুখে৷ মৃতের শরীরে অন্তত ৯ বা ছুরি দিয়ে আঘাত করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রেম সংক্রান্ত জটিলতার জেরেই এই নৃশংস খুন।
ঘটনাস্থল মহারাষ্ট্রের থানে শহর৷ ২১ বছর বয়সী ওই হোটেল মালিকের প্রেমিকাকে পছন্দ করত আততায়ী। এমনটাই জানা গিয়েছে। কিন্তু ওই হোটেলমালিক যুবক তাঁর প্রেমিকাকে ছেড়ে যেতে রাজি ছিলেন না৷ তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই যুবক। হোটেলমালিকের উপর চড়াও হয় সে। একের পর এক আঘাত করতে থাকে ছুরি দিয়ে৷ যৌনাঙ্গ কেটে মুখে ঢুকিয়ে দেয়। এই ঘটনার নৃশংসতায় কার্যত স্তম্ভিত থানে শহর।