ভারতে জি-২০ বৈঠকে আসার ব্যাপারে তাড়া ছিল। তাই বিলেতের সরকারি বাড়িতে এবার জন্মাষ্টমীর পুজো করতে পারেননি। দিল্লিতে পা রেখেই জানিয়েছিলেন অক্ষরধাম মন্দিরে যাবেন। এবার কৃষ্ণপ্রণাম করতে। সেইমতো জি-২০ বৈঠকের ফাঁকে দিল্লির অক্ষরধাম মন্দিরে গিয়ে দর্শন করে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি।
রবিবার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় দিল্লিতে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য অক্ষরধাম মন্দির কার্যত দুর্গে পরিণত করা হয়েছিল। মন্দিরের প্রায় দু কিলোমিটার আগে থেকে সব যান বন্ধ করে দেয় দিল্লি পুলিশ। তার মধ্যেই মন্দিরে এসে পুজো দিয়ে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
অক্ষরধাম থেকেই যান রাজঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। শ্রদ্ধা জানান মহাত্মা গান্ধীকেও।