ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে নিট এবং নেটে গলদের কথা অবশেষে মেনে নিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, দুটি প্রবেশিকা পরীক্ষাতেই গলদ ধরতে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হবে। তিনি জানিয়েছেন, ওই কমিটির সুপারিশ মেনেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাঠামো এবং পরীক্ষা নেওয়া আয়োজনের প্রক্রিয়া শুধরে নেওয়া হবে। ওয়াকিবহাল মহলের দাবি, বিরোধীদের চাপের কাছে এই দুই পরীক্ষা নিয়ে অবশেষে ঢোক গিলতে হল কেন্দ্রকে।
মঙ্গলবার পরীক্ষা হওয়ার পরেই বুধবার নেট বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পরীক্ষা বাতিলের পর থেকে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। এরইমধ্যে বিহার থেকে ধৃত নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অন্যতম অভিযুক্ত দাবি করে বিরাট আর্থিক লেনদেন।
এই অবস্থায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষা দুর্নীতিতে পঙ্গু হয়ে গিয়েছে কেন্দ্র। এই ঘটনার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেন তিনি। তাঁর আগেই অবশ্য কংগ্রেস কটাক্ষ করে। যাবতীয় অভিযোগ সামলাতে সন্ধ্যায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, এই দুটি প্রবেশিকা পরীক্ষায় কোথায় ভুল হয়েছে, তা খতিয়ে দেখবে উচ্চ পর্যায়ের কমিটি।