সরকারি সংস্থার সঙ্গে যুক্ত মহিলা কর্মীদের সন্তান লালনের (Child Care Leave) জন্য বাড়ানো হল ছুটি। চাকরি জীবনে মোট ৭৩০ দিন ছুটি নিতে পারবেন তাঁরা, সন্তানদের জন্য। এই একই নিয়ম খাটবে সিঙ্গেল ফাদারদের ক্ষেত্রেও। বুধবার সংসদে এমনই সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)। তিনি জানান গোটা চাকরি জীবনে মোট ৭৩০ দিন সন্তান লালনের ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা।
Chandrayaan 3: আরও একটি কক্ষপথ পার, চাঁদের মাত্র ১,৪৩৭ কিমি দূরে ইসরোর চন্দ্রযান
১৯৭২ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিস আইনের ছুটি বিষয়ক ৪৩-সি ধারায় এই ছুটি তাঁরা নিতে পারবেন। আসলে যেই শিশুদের বাবা মা উভয়েই চাকুরীজীবি, তাদের শৈশবে অনেক কিছুর খামতি থেকে যায় যদি সে পরিবারের থেকে নির্দিষ্ট সময় না পায়। প্রথম দুই জীবিত সন্তানের বয়স ১৮ পর্যন্ত এই ছুটি তাঁরা নিতে পারবেন। তবে যদি সন্তান হয় বিশেষভাবে ক্ষমতাসম্পন্ন, তবে বয়সের কোনও সীমা নেই।