ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক চাকরির কী কোনও যৌক্তিকতা আছে ? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই তিনটি পিটিশন দাখিল করা হয়েছে। প্রতিটি পিটিশনে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় এই প্রকল্প দেশের যুব সমাজকে ভুল পথে চালিত করছে। এই ব্য়াপারে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের আগে মঙ্গলবার শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করল কেন্দ্র। তাতে দাবি করা হয়েছে এই ব্য়াপারে চূড়ান্ত কিছু জানানো আগে যেন একবার কেন্দ্রের কথাও শোনা হয়।
গত শনিবার অগ্নিপথে প্রকল্পের বিরুদ্ধে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছিলেন দিল্লির এক আইনজীবী। তাঁর দাবি ছিল, এই প্রকল্প নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট নয়। এমনকী, এই প্রকল্পের বিরোধিতায় যে ভাবে সরকারি সম্পত্তি নষ্ঠ করা হয়েছে, সেই সম্পত্তির খতিয়ানও সামনে আনা প্রয়োজন। একইসঙ্গে পিটিশনে দাবি করা হয়, এই প্রকল্পকে খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে কমিটি তৈরি করা হোক।
গত সপ্তাহে অগ্নিপথের বিরুদ্ধে উত্তাল হয়েছে বিহার-সহ একাধিক রাজ্য। সেই ঘটনায় প্রাথমিক ভাবে রেলের ক্ষতি হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। যার জেরে মঙ্গলবারও একাধিক রাজ্যে বাতিল হয়েছে দূরপাল্লার ট্রেন।