কথায় বলে বিপদ কখনও বলে-কয়ে আসে না। এক শপিং মলে ঘটে যাওয়া আচমকা বিপদের কথা শুনলে শিউরে উঠবেন আপনিও। ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরের একটি শপিং মলে, দুধের শিশুকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন বাবা। মলের তিন তলা থেকে, শিশুকে কোলে নিয়ে নামছিলেন ওই ব্যক্তি। তখনই হাত ফসকে তিন তলা থেকে পড়ে যায় শিশুটি। ব্যাস তারপর, সব শেষ।
Kolkata Metro: শনিবার IPL-এ খেলবে KKR, দর্শকদের বাড়ি ফেরাতে চলবে অতিরিক্ত মেট্রো
প্রায় ৪০ ফুট থেকে পড়ে যায় শিশুটি। তখন মলে দারুণ হইচই। তড়িঘড়ি খুদেকে নিয়ে ছোটা হয় হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মলের সিসিটিভি ফুটেজে এই মর্মান্তিক দুর্ঘটনার ছবি সামনে এসেছে।