নির্বাচনী প্রচারে বড় ধাক্কা খেল বিজেপি। বিকশিত ভারতের প্রচার বন্ধের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, একাধিক অভিযোগের ভিত্তিতে এই প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ নির্বাচনী বিধি চালুর পর দেশের নাগরিকদের ফোনে বিজেপির তরফে বিকশিত ভারতের বার্তা দেওয়া হচ্ছিল। যাতে আপত্তি তোলে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিধি লাগু হওয়ার অনেক আগে থেকেই এই বার্তা দেওয়া হয়েছে।
তবে কেন্দ্র স্বীকার করেছে, কিছু বার্তা প্রযুক্তিগত সমস্যার জন্য সাধারণ নাগরিকের কাছে যেতে দেরি হয়েছে। আর তার জেরেই অভিযোগ উঠেছে নির্বাচনী বিধি ভঙ্গের।