নির্বাচন শেষ হয়েছে, এবার সময় এসেছে প্রতিশ্রুতি পূরণের | এবার কথা রাখল ওড়িশার নব নির্বাচিত বিজেপি সরকার | ফের খুলে গেল পুরীর মন্দিরের চার দ্বার | ওড়িশায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহনচরণ মাঝি। বিজেপির ইস্তাহারে বলা ছিল, বিজেপি ক্ষমতায় এলে পুরীর মন্দিরের চার দ্বার খুলে দেওয়া হবে | শপথ নিয়েই মন্দিরের চার দ্বার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর ফলে রথের সময় ভিড়ের চাপ অনেকটা সামাল দেওয়া যাবে বলে মনে করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে সব মন্ত্রীদের, উপস্থিতিতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল পুরীর ধাম | পাশাপাশি, দ্বাদশ শতাব্দীর এই মন্দিরের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল তৈরির সিদ্ধান্তও হয় প্রথম ক্যাবিনেট বৈঠকে।
Nagpur News: ৩০০ কোটির সম্পত্তির 'লোভ', ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে গাড়ি চাপা, হাজতে বৌমা
উল্লেখ্য, আগে পুরীর মন্দিরের চারটি দরজাই খোলা থাকত | কিন্তু করোনা কালে তিনটি দরজা বন্ধ করে দেওয়া হয়, তারপর থেকে বন্ধই থাকত দরজা | ফের নবনির্বাচিত বিজেপি সরকারের উদ্যোগে খুলে গেল পুরীর চার দ্বার |