২০২১ সালে ধর্ষনের শিকার হয় ১৬ বছরের এক কিশোরী। সেই ধর্ষণের বদলা নিতে নির্যতনকারী নাবালকের মাকে গুলি করল কিশোরী। ঘটনায় নিমেষে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে৷ ইতিমধ্যেই ওই কিশোরীকে গ্রেফতার করা হয়েছে। NDTV এর খবর অনুযায়ী, ২০২১ সালে নাবালকের ধর্ষণের বদলা নিতে দিল্লির ভজনপুরা এলাকায় নাবালকের মাকে গুলি করে কিশোরী।
জানা গিয়েছে, ৫০ বছরের ওই মহিলার এলাকায় মুদির দোকান আছে। তার ছেলে নাবালক হওয়ায় পরিচয় জানায়নি পুলিশ। গুলিতে গুরুতর আহত হন মহিলা, তবু শেষ রক্ষা হয়েছে। এই যাত্রায় বরাতজোরে বেঁচে ফিরেছেন মহিলা।