GST আয়ের নিরিখে এযাবৎকালের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেল কেন্দ্র। চলতি বছরের এপ্রিলে GST বাবদ সরকারের আয় হয়েছে ১.৮৭ লক্ষ কোটি টাকা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ৷ সোমবার প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে কেন্দ্রের তরফে৷
গত বছর অর্থাৎ ২০২২ সালের এপ্রিলে মোট জিএসটি আয় হয়েছিল ১ লক্ষ ৬৭ হাজার ৫৪০ কোটি টাকা। অর্থাৎ এক লাফে গতবছরের তুলনায় ১২% বেড়েছে এই খাতে কেন্দ্রের আয়। ছোট রাজ্য সিকিম থেকেই সবচেয়ে বেশি পরিমাণ GST ঘরে তুলেছে কেন্দ্র। এক দিনে সর্বোচ্চ জিএসটি সংগ্রহ হয়েছে ২০ এপ্রিল। ওই দিন জিএসটি বাবদ ৬৮,২২৮ কোটি টাকা আয় হয়েছে কেন্দ্রের।