অশালীনতার বিরুদ্ধে গর্জে উঠল কর্নাটকের মেয়েরা (Karnataka), প্রধান শিক্ষককেও (Head Master) ছেড়ে কথা বলা হল না। সূত্রের খবর, এক নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে উচিৎ শিক্ষা দিল ছাত্রীরা।
অভিযোগ, কর্নাটকের শ্রীরঙ্গপত্নের কাত্তেরি সরকারি উচ্চবিদ্যালয়ের হস্টেলের এক ছাত্রীকে অশালীন ইঙ্গিত দিয়ে হেনস্থা করেন প্রধান শিক্ষক৷ সেই খবর চাউর হতেই হস্টেলের ছাত্রীরা প্রতিবাদ জানান। শিক্ষককে লাঠিপেটার সেই ভিডিয়ো এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন : বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হার্ট অ্যাটাক, মৃত্যু ৬০ বছরের মহিলার
এরপর প্রধানশিক্ষককে ঘেরাও করে শাস্তির দাবি জানায় কয়েকশো ছাত্রী৷ তাঁর উপযুক্ত শাস্তির আশ্বাস দেন অন্যান্য শিক্ষকরা। কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। অভিযোগ, এর আগেও স্কুলের ৭ জন ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন প্রধানশিক্ষক। ভিডিয়োতে দেখা যায়, এরপরেই দরজা ভেঙে ভিতরে ঢুকে অভিযুক্ত শিক্ষককে ছাত্রীরা বেধরক লাঠিপেটা করে বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ, তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে বলেই খবর। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।