আদালতে 'দ্য কেরালা স্টোরি'। শুক্রবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। বুধবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসীমার বেঞ্চ। গত সোমবার রাজ্যে এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল নবান্ন। তার প্রতিবাদেই মঙ্গলবার সুপ্রিম কোর্টে যায় এই ছবির প্রযোজকরা। তাঁদের দাবি, এই ছবির উপর বাংলা থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সুপ্রিম কোর্টের পাশাপাশি এই ছবি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার এদিন অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্টও। এসবের মধ্যে 'দ্য কেরালা স্টোরি' দেখার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন ছবির বাঙালি পরিচালক সুদীপ্ত সেন।
গত সোমবারই রাজ্যের তরফে জানানো হয়, এই ছবি সাম্প্রদায়িক উসকানি ছড়াতে পারে। যা রাজ্যে শান্তিকে বিঘ্নিত করতে পারে। সেই কারণে অবিলম্বেরই বাংলায় এই ছবিকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করে নবান্ন। জলপাইগুড়ির বাসিন্দা এই ছবির পরিচালক সুদীপ্ত সেন। তাঁর আর্জি, সিনেমা দেখে এই ব্যাপারে সিদ্ধান্ত নিন মুখ্যমন্ত্রী। যদিও রাজ্যের তরফে এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি।
এই পরিস্থিতিতে তামিলনাড়ুতেও এই ছবিকে নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি সিনেমাহলেই এই ছবি দেখানোর জন্য বিক্ষোভ দেখানো হয়। রাজ্যের হাওড়ার এক মাল্টিপ্লেক্সে এই ছবির আগাম যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁরাও টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান।