খেলা দেখাচ্ছে ত্রিপুরা। পাঁচ বছর পর উত্তর-পূর্বের এই রাজ্যে ঠিক কী হবে, তা গণনার কয়েকঘণ্টা পরেও স্পষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, শাসক বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বাম-কংগ্রেস জোট। রাজনৈতিক মহলের দাবি, ফলের যা গতিপ্রকৃতি, তাতে এই রাজ্যে না-ও মিলতে পারে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস। কারণ এই রাজ্যে ফ্যাক্টর হতে পারে জনজাতি সংগঠন তিপ্রামোথা। যারা কমবেশি ১১টি আসনে এগিয়ে রয়েছে। উত্তর-পূর্বে বাকি দুটি রাজ্যের মধ্যে নাগাল্যান্ডে সরকার গঠনের পথে বিজেপি জোট। আর মেঘালয়ে প্রথমবার ভোটে লড়াই করে শাসক এনপিপিকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস।