ভ্রমণ-পিপাসু বাঙালির চিরপরিচিত গন্তব্যের অন্যতম পুরী। এবার থেকে আরও কম সময়ে পুরী পৌঁছতে পারবেন পর্যটকরা। কারণ এবার বেশকিছু এক্সপ্রেস ট্রেনের গতি আরও বাড়ল। রেল সূত্রে খবর, খড়্গপুর-ভদ্রক শাখার মোট ৮০টি এক্সপ্রেস ট্রেনের সর্বাধিক গতি ১১০ কিমি থেকে বাড়িয়ে করা হয়েছে ১৩০ কিমি। তালিকায় উল্লেখযোগ্য নাম হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস।
দীর্ঘদিন ধরেই লাইন সংস্কারের কাজ চালাচ্ছে রেল। বিগত কয়েক বছরে চলেছে বিভিন্ন ধরনের মহড়াও। সবকিছু খতিয়ে দেখে সম্প্রতি ওই শাখায় বিভিন্ন ট্রেনের সর্বাধিক গতি বাড়ানোর নির্দেশিকা দেয় রেল। নতুন নির্দেশিকায় যেসব ট্রেনের গতি বাড়ানো হয়েছে, সেগুলিতে নতুন এলএইচবি কোচ ব্যবহার করা হয় বলেই খবর। তবে রেল আরও জানিয়েছে, যেগুলিতে এখনও আইসিএফ কোচ ব্যবহার করা হয়, তাদের সর্বাধিক গতি সেই ১১০ কিলোমিটারই থাকছে।
আরও পড়ুন- Azamgarh Murder News: উত্তরপ্রদেশেও শ্রদ্ধাকাণ্ডের ছায়া, প্রেমিকাকে খুনের পর আলাদা করা হল ধড়-মুণ্ডু
উল্লেখ্য, আন্দুল থেকে খড়্গপুরের মধ্যে ট্রেনের সর্বাধিক গতি বেড়ে হয়েছে ১৩০ কিলোমিটার। এবার খড়্গপুর-ভদ্রক শাখার ১৭৭ কিলোমিটার পথেও সর্বাধিক গতি ১৩০ কিলোমিটার করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ফলে দক্ষিণ-পূর্ব রেলের অংশে ট্রেনের গতি বৃদ্ধির কাজ অনেকটাই সম্পূর্ণ হতে চলেছে বলেই দাবি ভারতীয় রেলের।