মণিপুরে বিবস্ত্র মহিলাদের ছবি দেখে ক্ষোভে ফুসছে দেশ। এবার মণিপুর কাণ্ডে বিবস্ত্র এক তরুণীর মা একটি জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আর কোনও দিন গ্রামে ফেরা হবে না তাঁদের। পাশাপাশি , এই ঘটনায় তিনি কাঠগড়ায় তুললেন মণিপুরের শাসকদল বিজেপিকেই।
ঘটনায় বিবস্ত্র ওই যুবতীর মা সংবাদ মাধ্যমকে আরও জানান, শুধু এই লজ্জাই নয় , এই ঘটনায় তাঁর স্বামী ও ছেলে প্রাণ হারিয়েছেন। কাতর কণ্ঠে তাঁর আর্তি, “ আমার স্বামীকেও হারালাম। বড় ছেলের হাতে কোনও কাজ নেই। তাই পরিবারের কথা যখন ভাবি, আমি কোনও আশার আলো দেখি না। আমার আর কিচ্ছু নেই।, আমরা আর গ্রামে যাব না। আমি নিজে আর ফিরতে চাই না।’’
এদিকে , বৃহস্পতিবারই মণিপুরে দুই যুবতীকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার, মূল অভিযুক্ত হুইরেম হেরোদাস মেতেইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। হামলাকারীরা অধিকাংশই মহিলা।
Noor Amin: 'স্বামী মানসিক ভারসাম্যহীন', দাবি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ধৃত যুবকের স্ত্রী পুনম বিবির
মে মাসের গোড়া থেকেই মণিপুরের পরিস্থিতি ক্রমশ খারাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না সেনারাও। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে দুই মহিলাকে। অভিযোগ গণধর্ষণের শিকার হয়েছেন তাঁরা। এই নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।