নির্বাচনী বন্ড নিয়ে আরও কিছু তথ্য ফের সামনে এল। রবিবার নিজেদের সরকারি ওয়েব সাইটে এই তথ্য প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, বন্ড নিয়ে রাজনৈতিক দলগুলির দেওয়া তথ্য এবার সামনে আনা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে কারা বন্ড কিনেছে এবং সেই সব বন্ড থেকে কোন রাজনৈতিক দল টাকা তুলেছে।
আপলোড করা তথ্য থেকে দেখা যাচ্ছে, বন্ড কেনার তারিখ, বন্ডের সংখ্যা এবং ভারতীয় স্টেট ব্যাঙ্কের কোন শাখা তা কেনা হয়েছিল এবং কবে রাজনৈতিক দলগুলি তা ভাঙিয়েছিল, সেই সব তথ্য। মূলত, শীর্ষ আদালতের রেজিস্ট্রি থেকে প্রাপ্ত তথ্যই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। একটি মুখবন্ধ খামে নির্বাচনী বন্ড সংক্রান্ত এই তথ্য দেওয়া হয়েছিল।
ইতিমধ্যেই তৃণমূল অন্যন্য নম্বর প্রকাশের জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ককে চিঠি দিয়েছে। যদিও এদিনের এই তথ্য অন্যন্য নম্বরের কোনও উল্লেখ নেই। কংগ্রেস জানিয়েছে তারা বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনবে।