নতুন অর্থবর্ষে চাকরিজীবীদের আয়কর কোঠায় আসতে চলেছে একাধিক নিয়ম। শনিবার থেকেই লাগু হবে এইসব নিয়ম। কী কী নিয়ম নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগে জেনে নিন, এবং নিয়ম জেনেই তবেই করুন বিনিয়োগ।
১. আয়করে ছাড় পাওয়া যাবে ৭ লক্ষ টাকা পর্যন্ত
২. পুরনো ব্যবস্থার নিরিখে কর দিলে এই ছাড় থেকে বঞ্চিত হতে হবে
৩. আগের মতোই ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনই রাখা হচ্ছে
৪. পেনশন পান যাঁরা , তাঁদের ১৫.৫ লক্ষ টাকা আয়ের স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে ৫২,৫০০ টাকা।
৫. ৩ লাখের জন্য কর দিতে হবে না। ৩ থেকে ৬ লাখের জন্য দিতে হবে ৫%, ৬ থেকে ৯ লাখের জন্য দিতে হবে ১০%, ৯ থেকে ১২ লাখের ক্ষেত্রে ১৫%, ১৫ লাখের উপর আয় হলে দিতে হবে ৩০% কর।
৬. বার্ষিক ৯ লাখের উপর জীবন বিমার প্রিমিয়ার হলে দিতে হবে কর।
৭.ডেট মিউচুয়াল ফান্ডে মূল্যবৃদ্ধির জন্য ১০ শতাংশ কর ছাড়ের সুবিধা মিলবে না। বিনিয়োগ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন করের আওতায় আসবে। মার্কেট লিঙ্ক ডিবেঞ্চারে বিনিয়োগ হবে স্বল্পমেয়াদি মূলধন সম্পদ।
এছাড়াও সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, গোল্ড স্কিমের ক্ষেত্রেও এসেছে একাধিক নিয়ম।