এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাব কান্ড নিয়ে চর্চা যেন থামার নাম করছে না। এর আগে দিল্লি হাইকোর্টে অভিযুক্ত শঙ্কর মিশ্র দাবি করেছিলেন, তিনি না বৃদ্ধা নিজেই প্রস্রাব করে ফেলেছিলেন, যা তিনি বুঝতে পারেননি। ১৪ ই জানুয়ারি, শুক্রবার বৃদ্ধা এই দাবিকে সম্পূর্ণ 'মিথ্যা এবং বানানো' বলে জানান৷
Amartya Sen: 'প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মমতা', লোকসভা নির্বাচন নিয়ে দাবি অমর্ত্য সেনের
এক বিবৃতিতে মহিলার অভিনেতার আইনজীবী জানান, 'জঘন্য কাজের জন্য অনুতপ্ত হওয়ার পরিবর্তে ভিক্টিমকে আরও হয়রানির মধ্যে ফেলা হচ্ছে।'
উল্লেখ্য, গত ২০২২ এর ২৬ নভেম্বর। নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেজ ক্লাসে আসছিলেন ওই ৭০ বছর বয়সী বৃদ্ধা। তাঁর অভিযোগ, সহযাত্রী শঙ্কর মিশ্র তাঁর সঙ্গে অভব্যতা করেন। তাঁর গায়ে প্রস্রাব করে দেন। অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছিলেন শঙ্কর মিশ্র।