রাজ্যের স্টেশন গুলির উন্নয়নে বরাদ্দের দিক থেকে সবাইকে টেক্কা দিল আসানসোল (Asansole)। রেল শহরের জন্য কেন্দ্রের বরাদ্দ ৪৩১ কোটি টাকা। সর্বনিম্ন বরাদ্দ ধার্য হয়েছে বোলপুরের জন্য। শান্তিনিকেতনের (Shantiniketan) ঝুলিতে এসেছে মাত্র ২১ দশমিক এক কোটি টাকা। রবিবার অমৃত ভারত স্টেশনের (Amrit Bharat Station) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
দেশের মোট ৫০৮টি স্টেশনের উন্নয়নের লক্ষ্যেই কেন্দ্রের এই প্রকল্প। যার মধ্যে ৩৮টি স্টেশন রয়েছে পশ্চিমবঙ্গের। ভারতে আধুনিক ট্রেনের সংখ্যা বাড়ছে। গত ৯ বছরে দেশে রেল লাইনের রেকর্ড সম্প্রসারণ হয়েছে। ট্রেনের পাশাপাশি স্টেশনের উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। রেল হল ভারতের জীবন রেখা। উদ্বোধনে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন : কাজ করতে দেয় না বিরোধীরা, সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে তোপ প্রধানমন্ত্রীর
এদিনের অনুষ্ঠানে শিয়ালদহে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানে তাঁর প্রস্তাব শিয়ালদহ থেকে দার্জিলিং পর্যন্ত শান্তি এক্সপ্রেস চালুর। রাজ্যপালের এই প্রস্তাবকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন আসানসোলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান কার্যত বয়কট করেন সাংসদ শক্রঘ্ন সিনহা। যা নিয়ে আবার পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল।
রাজ্যের ৩৮টি স্টেশনের আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছে ১৫০৩ কোটি টাকা। এই ৩৮টি স্টেশনের মধ্যে বেশির ভাগই পূর্ব রেলের অন্তর্গত। কেন্দ্রীয় এই বরাদ্দ নিয়েও অবশ্য প্রশ্ন উঠেছে। কারণ, শিয়ালদহের মধ্যে কলকাতার সবচেয়ে বড় স্টেশনের উন্নয়নে বরাদ্দ হয়েছে মাত্র ২৭ কোটি টাকা।