আফগানিস্তানে ভারতীয় বিমান দুর্ঘটনার খবর খারিজ করল কেন্দ্র। কেন্দ্রীয় অসমারিক বিমান পরিবহণ মন্ত্রকের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI জানিয়েছে, ওই বিমানটি কোনও ভাবেই ভারতের নয়। ওই বিমানটি রুশ বিমান বলেই দাবি করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর জানা যায়নি।
রাশিয়ার মস্কোর উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। বিমানে ঠিক কত জন যাত্রী ছিলেন কিংবা কেউ মারা গিয়েছেন কি না সেই পরিসংখ্যান এখনও জানা যায়নি।
আফগানিস্তানে তালিবান সরকার, দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। তোপখানে পর্বত সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে তালিবান সরকার।