চার মাসের শিশুকে পিষে মারার অভিযোগ। অভিযোগ খোদ ঝাড়খণ্ড পুলিশের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করলেও ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গিরিডি জেলার একটি গ্রামে আসামীকে ধরতে গিয়ে এই ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, ঘটনার সময় মাটিতেই ঘুমছিল চার মাসের ওই শিশু। আসামীর পিছু ধাওয়া করতে গিয়ে শিশুকে পিষে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
গ্রামবাসীরা জানিয়েছেন, ভূষণ পাণ্ডে নামের এক আসামীকে ধরতেই কোসোগদিঘি গ্রামে হানা দিয়েছিল পুলিশ। ঘটনার সময় ঘরের মাটিতে ঘুমছিল ভূষণের চার মাসের নাতি। পুলিশি তাড়ায় সবাই বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু শিশু বাড়ির ভিতরেই থেকে যায়। গ্রামবাসীদের অভিযোগ, এই হুড়োযুদ্ধোর সময় শিশু প্রাণ হারায়।
গিরিডির পুলিশ সুপার জানিয়েছেন, তারা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। কারণ, এখনও বলা যাচ্ছে না পায়ে তলায় পড়েই শিশুর মৃত্যু কীনা। পুলিশ যাই দাবি করুক না কেন, এই ঘটনায় পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বন্যা গুপ্ত। দোষী পুলিশ কর্মীদের কড়া শাস্তির দাবি করেছেন তিনি।