স্বস্তির দিন শেষ। হাওয়া অফিস সূত্রে খবর ফের বঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি করে ধাপে ধাপে বাড়বে গরমের দাপট। বাতাসে আর্দ্রতার কারণে গলদঘর্ম অবস্থাও হবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এই অবস্থায় দেশবাসীর একটাই চিন্তা, দেশে বর্ষা কবে এন্ট্রি নেবে?
প্রতিবছর নির্ধারিত সময় ১লা জুন, দেশে মৌসুমি বায়ু ঢোকে ভারতের মূল ভূখণ্ডে। তবে মৌসম ভবন সূত্রে খবর, এবার তা একদিন আগে অর্থাৎ ৩১ মে ঢুকবে বর্ষা। আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা। তার আগে অবধি ৪০ ডিগ্রি পর্যন্ত ছাড়াবে তাপমাত্রা।
এদিকে নতুন করে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের জেরে ২০ থেকে ২৭ মের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের স্থলভাগে আছড়ে পড়তে পারে। ওই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে রিমাল।
Weather Alert: উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, স্বস্তি মিলবে রাজ্যবাসীর? জানুন ওয়েদার আপডেট
কলকাতাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। হাল্কা বৃষ্টির পূর্বাভাস থাকায় সন্ধের দিকে পারদ নুামতে পারে।