মাত্র ২ দিনে ভারতে আসা ৩৯ জন বিমানযাত্রীর কোভিড পরীক্ষার ফল পজিটিভ (Covid 19 Positive)। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে এই খবর। চিনে কোভিড সংক্রমণ বাড়তেই বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক (Covid Test) করা হয়।
সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই চিন-সহ ৬ দেশ থেকে ভারতে আসা যাত্রীদের কোভিড রিপোর্ট নেগেটিভ থাকার নির্দেশিকা দেবে কেন্দ্র।
আরও পড়ুন: UGC-এর কমিটিতে বাংলার প্রতিনিধি নেই, টুইট করে ক্ষোভ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়। ইতিমধ্যেই দেশের বিমানবন্দরে নামা ৬০০০ জনের কোভিড পরীক্ষা হয়েছে।