কবে খুলবে দক্ষিণ ভারতের দিকে যাওয়া ট্রেনের রাস্তা ? শনিবারও এই প্রশ্নের কোনও জবাব দিতে পারেনি দক্ষিণ-পূর্ব রেল। এদিনও একাধিক ট্রেন তাদের বাতিল করতে হয়েছে। ঘুরপথে চলার কোনও জায়গা নেই। তাই বাধ্য হয়েই হায়দরাবাদ, সেকেন্দ্রবাদ রুটের ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে দাবি, যতক্ষণ না পর্যন্ত বালেশ্বর থেকে বিশ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের রাস্তা পুরোপুরি পরিষ্কার হচ্ছে, ততক্ষণ এই রুটে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। কারণ, রেলমন্ত্রীও জানিয়েছেন, আহতদের উদ্ধার এবং চিকিৎসাই অগ্রাধিকার।
উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, কিছু কামরার অবস্থা এখনও অত্যন্ত শোচনীয়। গ্যাস কাটার ব্যবহার করে ওই কামরাগুলিতে ঢোকার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটলেও দীর্ঘক্ষণ রেলের তরফে কাউকে দেখা যায়নি। উদ্ধারকাজে তাঁরাই প্রথম হাত লাগান বলে জানিয়েছেন।
বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চলছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উল্টে যাওয়া ট্রেনের কামরাগুলি। এখনও অনেক যাত্রী চাপা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার জেরে রেললাইন উপড়ে গেছে। ওভার হেডের তার দলা পাকিয়ে পড়ে রয়েছে মাটিতে এবং রেলের খুঁটিগুলি তুবড়ে গেছে। শুক্রবার রাত থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে।