বিরোধীরা লোকসভা ছাড়তেই মণিপুর নিয়ে বলতে শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নিজের বিবৃতিতে প্রধানমন্ত্রী দাবি করেন, মণিপুরে শান্তি ফিরবেই। তার আগেই অবশ্য লোকসভা ছাড়েন বিরোধীরা। প্রধানমন্ত্রী জানান, পালিয়ে যাচ্ছেন বিরোধীরা। উত্তর-পূর্বের মানুষদের খারাপ অবস্থার জন্য কংগ্রেসকেই দায়ী করেন তিনি। মোদীর দাবি, মণিপুরে নিশ্চয়ই শান্তির সূর্য উঠবে। মণিপুর আবার নতুন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে।
লোকসভায় নিজের আড়াই ঘণ্টার জবাবী ভাষণে উত্তর-পূর্বে মানুষেক দুর্দশার জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, এতদিন সেখান মানুষের যাবতীয় স্বপ্নকে গলা টিপে মারা হয়েছে। কারণ, কংগ্রেস মনে করতো না মণিপুর, মিজোরামে মতো রাজ্য ভারতের ভূখণ্ডে রয়েছে। সেই কারণেই ষাটের দশকে মিজোরামে ভারতীয় বায়ুসেনার বোমাবর্ষণের কথাও এদিন লোকসভায় তুলে ধরেন।
আরও পড়ুন : ইন্ডিয়াকে তীব্র কটাক্ষ, নাম না করে রাহুলকে জবাব ফিরিয়ে দিলেন মোদী
মোদীর প্রতিশ্রুতি, মণিপুরে শান্তি ফেরাতে বদ্ধ পরিকর তাঁর সরকার। এখানেও কংগ্রেসকে বিঁধে তাঁর দাবি, যাঁরা কোনওদিন সেই মানুষগুলোর পাশে দাঁড়ায়নি, তাঁরাই রাজনীতির জন্য আজ অনাস্থা নিয়ে আসছে। কিন্তু তিনি কমপক্ষে ৫০ বার সেখানে গিয়ে কাটিয়ে এসেছেন। আর তাই তাঁর প্রাণের টুকরোদের দুঃখ তিনি কখনও সহ্য করবেন না।