রাজ্যে তৃতীয় দফার ভোটের মাঝেই আজ মঙ্গলবার সবার নজর সুপ্রিম কোর্টে। দেশের প্রধান বিচারপতির বেঞ্চে হবে নিয়োগ মামলার শুনানি। গত সোমবারের শুনানিতে কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। ফলে এখনও ঝুলে রয়েছে চাকরিহারা প্রায় ২৬ হাজার সরকারি কর্মচারির ভাগ্য।
সোমবার এই মামলার শুনানি ছিল। তা পিছিয়ে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় করা হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, পুরো শুনানি তিনি ঠান্ডা মাথায় করতে চান। একইসঙ্গে তিনি জানান, বেশ কয়েকটি বিষয় রয়েছে। যেগুলি নিয়ে দ্রুত কিছু করা সম্ভব নয়।
সোমবারের শুনানিতে গ্রুপ ডি কর্মচারীদের আইনজীবী প্রধান বিচারপতির উদ্দেশে বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, হাই কোর্টের নির্দেশে যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের অনেকেই ক্যানসার আক্রান্ত। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন শোনা হোক। উল্লেখ্য গত ২২ এপ্রিল, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয় হাই কোর্ট।