রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি হেমা কোহলি এবং বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহের বেঞ্চ জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য। ফলে প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগে আপাতত আর কোনও বাধা রইল না রাজ্যের। সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্বস্তি রাজ্যের চাকরি প্রার্থীদের।
দু বছর আগে প্রাথমিকে টেটের পর অনেকেই চাকরির আশা করেছিলেন। কিন্তু জটিলতা সৃষ্টি হয় বিএড এবং ডিএলএডকে ঘিরে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, প্রাথমিকে চাকরির ক্ষেত্রে ডিএলএড পাশ করা বাধ্যতামূলক।
সোমবার সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ তুলে নেওয়ায় এবার নিয়োগের কাজ শুরু হবে বলেই আশা করছেন চাকরি প্রার্থীরা। এমনকী স্বস্তি পেল রাজ্য।