কেন একজন ব্যক্তিকে বাঁচানোর এত চেষ্টা ? সন্দেশখালি মামলায় সোমবার রাজ্যের কাছে এই প্রশ্ন সুপ্রিম কোর্টের। এই প্রশ্নের পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ, সন্দেশখালির ঘটনার তদন্ত থেকে সরবে না সিবিআই। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে ধাক্কা খেল রাজ্য। কারণ, সন্দেশখালির তদন্ত থেকে সিবিআই প্রত্যাহারের আর্জি নিয়েই শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য।
এদিনের মামলার শুনানিতে রাজ্যের কাছে বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, সন্দেশখালিতে নারী নির্যাতনের যে এত অভিযোগ উঠেছে, যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, সেখানে কেন আলাদা করে আগ্রহ দেখানো হয়নি ?
এদিন শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নারী নির্যাতনের যে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে, সেখানে রাজ্য কেন সিবিআই তদন্তের বিরোধিতা করছে, তবে কি কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে ?