মেঘালয়ে ফুটল ঘাস-ফুল। এই প্রথম উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে ভোটে লড়াই করে বিধানসভার ভোটে প্রথম আসন জিতল বাংলার শাসক দল। তবে বৃহস্পতিবার গণনার শুরুতে শিলংয়ের মসনদ দখলের লড়াইয়ে যে সবুজ ঝড় উঠেছিল, তা বেলা বাড়তেই ফিকে হয়ে গেল। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় একসময় কাঁটায় কাঁটায় চলছিল শাসক এনপিপি এবং তৃণমূলের লড়াই। কিন্তু মূলত গারো অঞ্চলের ইভিএম খুলতেই পিছতে পিছতে এখন অনেকটাই পিছিয়ে গেল তৃণমূল। রাজনৈতিক মহলের দাবি, অভিষেক ম্যাচে তৃণমূলের এই ফল তারিফযোগ্য।
উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে প্রথমবার বিধানসভার ভোটে লড়াই করে এখনও পর্যন্ত বাংলার শাসক দল চমক দিয়েছে বলেই দাবি রাজনৈতিক মহলের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই শিলং যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত, ভোটের ফলের উপর পর্যালোচনা করতে অভিষেকের এই সফর বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
পাহাড়ি এই রাজ্যে প্রথমবার বিধানসভায় লড়াই করছে তৃণমূল কংগ্রেস। প্রায় শুরু থেকেই এখানে পরে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু দফায় ভোট প্রচার করেছেন মমতাও। তবে মেঘালয়ে তৃণমূলকে লড়াইয়ে ফিরিয়েছে মুকুল সাংমার ক্যারিশ্মা।