সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে মোট শূন্যপদেরর সংখ্যা ৮ লাখ ৪০ হাজার। সংসদে প্রশ্নোত্তর পর্বের একটি লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় তথ্য দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। যদিও চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল সারা দেশে মোট ৯লাখ ৮০ হাজার শূন্যপদ রয়েছে। বর্ষশেষে তার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে।
শিক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক স্তরে ৭ লাখ ২০ হাজারর এবং মাধ্যমিক স্তরের স্কুলে ১ লাখ ২০ হাজার শূন্যপদ রয়েছে। এবং উচ্চমাধ্যমিক স্তরে শূন্যপদ রয়েছে প্রায় ৯২ হাজার।
তবে কেন্দ্রের দেওয়া তথ্যে জানা গিয়েছে গোয়া, কেরল, মহারাষ্ট্র, নাগাল্যান্ড ও ওড়িশার প্রাথমিক বিদ্যালয়ে কোনও শূন্যপদ নেই।