গত ২৩ বছরে এই নিয়ে তৃতীয়বার অস্বাভাবিক পারদ পতনের সম্মুখীন রাজধানীর মানুষ(Cold Wave in Delhi)। প্রবল শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশায় কার্যত অবরুদ্ধ দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের জনজীবন(Cold Waves in North-West India)। মৌসম ভবন সূত্রে খবর, গত ১০ বছরেও মরশুমের শুরুতেই এই দীর্ঘ সময় ধরে শৈত্যপ্রবাহ দেখা যায়নি। তবে বুধবার থেকে কুয়াশার মাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
মৌসম ভবন(Mausam Bhawan) সূত্রে খবর, ২০১৯ সালের পর এই প্রথম টানা ৫০ ঘণ্টা ঘন কুয়াশায় অবরুদ্ধ দিল্লি। এবার ঘন কুয়াশার সঙ্গী হতে পারে ঝিরঝিরে বৃষ্টিও। কারণ বৃহস্পতিবার থেকে দিল্লিতে ঝিরঝিরে বৃষ্টি(Rain Forecast in Delhi) হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর। এখানেই শেষ নয়, ১৪ জানুয়ারি থেকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
আরও পড়ুন- Air Vistara Recruitment 2023: ফ্রেশারদের জন্য দারুণ সুযোগ, স্বপ্নের উড়ান ভরতে এখনই আবেদন করুন
পরিসংখ্যান বলছে, ২০১৩ সালের ৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এক টানা ৭ দিন দিল্লির তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল। ৬ জানুয়ারি রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। সাত বছর আগে ২০০৬ সালেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন দিল্লিবাসী(Delhi Weather Update)।