রাজধানীতে ২৪ ঘণ্টার মধ্যেই আরও এক মাঙ্কিপক্স (monkeypox) আক্রান্তের হদিস । আক্রান্ত মহিলা আফ্রিকার একটি দেশের নাগরিক বলেই খবর, তাঁকে এলএনজেপি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দেহে ফোস্কা, জ্বর-সহ মাঙ্কিপক্সের একাধিক উপসর্গ (Symptoms) রয়েছে তাঁর শরীরে।
সোমবার দিল্লিতে ৩৫ বছরের একজনের দেহে মাঙ্কিপক্স ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে, তিনিও আফ্রিকার কোনো দেশের নাগরিক। কিন্তু তিনি সম্প্রতি বিদেশে ভ্রমণ করেননি বলেই দাবি।
CWG 2022 : চার মহিলার কাঁধে ইতিহাসের পাতায় ভারত, কমনওয়েলথ লন বলে ঐতিহাসিক সোনা জয়
এখনও পর্যন্ত দেশে মোট আট জন মাঙ্কিপক্স সংক্রমিতের সন্ধান মিলেছে। এর মধ্যে পাঁচটি কেস কেরালায়, তিনটি রাজধানীতে।
প্রসঙ্গত, মাঙ্কি ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে কেরলের ত্রিশূরে। মৃত ২২ বছরের যুবক সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন বলে জানিয়েছে কেরালা সরকার।