আবার ভাঙনের মুখে বিরোধীদের ইন্ডিয়া জোট। বিহারের পর এবার ভাঙন উত্তরপ্রদেশ থেকে। বিরোধী জোট থেকে বেরিয়ে কার্যত এনডিএ-এর পথে জয়ন্ত চৌধুরি রাষ্ট্রীয় লোকদল। উত্তরপ্রদেশে বিরোধী জোটের ভাঙনের পিছনে রয়েছে আসন নিয়ে অসন্তোষ।
রাজনৈতিক মহলের দাবি, লোকসভা ভোটে রাজ্যে আরএলডিকে সাতটি আসন ছাড়তে রাজি হয়েছিল সমাজবাদী পার্টি। বিজেপির তরফে জয়ন্ত চৌধুরিকে পাঁচটি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয়। রাজনৈতিক মহলের দাবি, বিজেপির এই প্রস্তাবে কার্যত সম্মতি দিয়েছে আরএলডি।
এরআগে, গত মাসেই বিহার থেকে ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ জোটে ফিরেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যা নিয়ে উত্তাল হয়েছিল কেন্দ্রীয় রাজনীতি। তার কয়েকদিনের ব্যবধানে এবার উত্তরপ্রদেশেও ভাঙণ ইন্ডিয়া জোটের অন্দরে।