১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ্যে। দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই ঘোষণা করেছে।
কমিশনের তথ্য অনুযায়ী:
মোট ভোটার ৯৬. ৮ কোটি। এর মধ্যে পুস্রুষ ভোটারের সংখ্যা ৪৯.৭ কোটি এবং মহিলা ভোটারের সংখ্যা ৪৭.১ কোটি। ৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা প্রায় ৮২ লক্ষ।
নতুন ভোটারের সংখ্যা ১ কোটি ৮ লক্ষ। তরুণ ভোটারের সংখ্যা, ১৯.৭৪ কোটি। শতায়ু পার ভোটার, ২.১৮ লক্ষ। পুরোনো ভোটার ৮২ লক্ষ।
১৬ জুন শেষ হচ্ছে ১৭তম লোকসভার মেয়াদ। রূপান্তরকামী ভোটারের সংখ্যা: ৪৮ হাজার।
দেশের ১২টি রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা বেশি। ভোটে ব্যবহৃত হবে ৫৫ লক্ষ EVM