হরিয়ানার স্কুল বাস দুর্ঘটনায় গ্রেফতার তিন। ধৃতদের মধ্যে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। বাকিরা বাসের চালক এবং স্কুল পরিচালন কমিটির সভাপতি। ইদের সকালে স্থানীয় মহেন্দ্রগড়ের এই ঘটনায় ছয় স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, মত্ত হয়ে বাস চালাচ্ছিলেন চালক। গাছে গিয়ে বাসটি ধাক্কা। তারপর উল্টে যায়।
ইদের ছুটি অস্বীকার করে, কেন স্কুল খোলা রাখা হল, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে হরিয়ানার শিক্ষামন্ত্রী সীমা ত্রিখা। এদিন চতুর্থ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল বাস। বাসের মধ্যে ছিল ৩৩ পড়ুয়া। পুলিশ জানিয়েছে, ছয় বছর আগে শেষবার ফিটনেসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই ঘটনায় রাজ্য পরিবহণ দফতরের এক আধিকারিককে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, হরিয়ানার বাস দুর্ঘটনা দুঃখজনক। দুর্ঘটনায় যাঁরা সন্তানদের হারিয়েছেন, তাঁদের জন্য রইল সমবেদনা। আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনা করেন মোদী।