Poonch Ambush : পুঞ্চে জঙ্গি হামলা, একদিন পর ঘটনাস্থল থেকেই সন্দেহজনক অবস্থায় তিন ব্যক্তির দেহ উদ্ধার

Updated : Dec 23, 2023 09:50
|
Editorji News Desk

পুঞ্চে জঙ্গি হামলার একদিন পর তিনজনের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়াল । ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার বাফলিয়াজে সেনার গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা । শুক্রবার গভীর রাতে ওই ঘটনাস্থল থেকেই সন্দেহজনক অবস্থায় তিনজনের দেহ উদ্ধার হয়েছে । মৃতদের পরিচয় এখনও জানা যায়নি । সূত্রের খবর, হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য যে আটজনকে নিয়ে গিয়েছিলেন সেনারা, তাঁদের মধ্যে ছিলেন ওই তিন ব্যক্তি ।

সূত্র মারফৎ জানা গিয়েছে, ঘটনার পর শুক্রবার গভীর রাত পর্যন্ত বাফলিয়াজে ছিলেন পুঞ্চের জেলা প্রশাসক এবং সিনিয়র পুলিশ সুপার সহ সিনিয়র বেসামরিক, পুলিশ এবং সেনা কর্মকর্তারা । যদিও কী কারণে তাঁদের মৃত্যু, তা এখনও জানা যায়নি । এদিকে, হামলাকারী জঙ্গিদের খোঁজে জঙ্গলে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী । 

উল্লেখ্য, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বরই পুঞ্চের থানামান্দি এলাকায় সেনাবাহিনীর দুটি গাড়িতে জঙ্গিরা অতর্কিত হামলা চালায়। জানা গিয়েছে, বুধবার বিকেল থেকেই ওই এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর পরিকল্পনা করছিল ভারতীয় সেনা। বৃহস্পতিবারও ওই অভিযানের কারণেই গাড়িতে করে জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ডিকেজি-বাফলিয়াজ রোডের ৪৮ তম রাষ্ট্রীয় রাইফেল এলাকায় দুটি গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (এলইটি) একটি শাখা পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট । ঘটনায় ৫ সেনা নিহত হয়েছেন । 

Poonch

Recommended For You

editorji | ভারত

Prashant Kishor Arrest : অনশন হঠিয়ে পাটনায় গ্রেফতার করা হল প্রশান্ত কিশোরকে

editorji | ভারত

Blinkit: দুয়ারে অ্যাম্বুল্যান্স! ১০ মিনিটে পৌঁছে দেবে Blinkit

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Pass-Fail System : নিজেদের নীতিতেই ভোলবদল মোদী সরকারের, পঞ্চম থেকে অষ্টমে ফিরছে পাস-ফেল