পুঞ্চে জঙ্গি হামলার একদিন পর তিনজনের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়াল । ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার বাফলিয়াজে সেনার গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা । শুক্রবার গভীর রাতে ওই ঘটনাস্থল থেকেই সন্দেহজনক অবস্থায় তিনজনের দেহ উদ্ধার হয়েছে । মৃতদের পরিচয় এখনও জানা যায়নি । সূত্রের খবর, হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য যে আটজনকে নিয়ে গিয়েছিলেন সেনারা, তাঁদের মধ্যে ছিলেন ওই তিন ব্যক্তি ।
সূত্র মারফৎ জানা গিয়েছে, ঘটনার পর শুক্রবার গভীর রাত পর্যন্ত বাফলিয়াজে ছিলেন পুঞ্চের জেলা প্রশাসক এবং সিনিয়র পুলিশ সুপার সহ সিনিয়র বেসামরিক, পুলিশ এবং সেনা কর্মকর্তারা । যদিও কী কারণে তাঁদের মৃত্যু, তা এখনও জানা যায়নি । এদিকে, হামলাকারী জঙ্গিদের খোঁজে জঙ্গলে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ।
উল্লেখ্য, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বরই পুঞ্চের থানামান্দি এলাকায় সেনাবাহিনীর দুটি গাড়িতে জঙ্গিরা অতর্কিত হামলা চালায়। জানা গিয়েছে, বুধবার বিকেল থেকেই ওই এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর পরিকল্পনা করছিল ভারতীয় সেনা। বৃহস্পতিবারও ওই অভিযানের কারণেই গাড়িতে করে জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ডিকেজি-বাফলিয়াজ রোডের ৪৮ তম রাষ্ট্রীয় রাইফেল এলাকায় দুটি গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (এলইটি) একটি শাখা পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট । ঘটনায় ৫ সেনা নিহত হয়েছেন ।