রেললাইনে বসে ফল খাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন কিশোরের। গুরুতর আহত হয়েছে আরও একজন। রবিবার পঞ্জাবের (punjab Accident) কিরাটপুর সাহিবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রবিবার সকালে রেললাইনের উপর বসে ছিল ওই চার কিশোর। ঘটনাস্থল কিরাটপুর সাহিবের কাছে সুতলেজ নদীর উপরে লোহান্ড রেলওয়ে ব্রিজের রেললাইন। আচমকাই পিছন থেকে এসে তাদের ধাক্কা মারে একটি ট্রেন। জানা গিয়েছে ট্রেনটি সাহারানপুর থেকে হিমাচল প্রদেশে যাচ্ছিল।
West Bengal Weather Update: বঙ্গে হালকা শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? কী বলছে আবহাওয়া দফতর?
দুর্ঘটনার পরেই থেমে যায় ট্রেন। ছুট আসেন স্থানীয়রা। আনন্দপুর সাহিবের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই চার কিশোরকে। পথেই দু'জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যায় তৃতীয়জন।
অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর জগজিৎ সিং জানিয়েছেন, চতুর্থ কিশোরও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
এই ঘটনার প্রেক্ষিতে টুইট করে শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন তিনি।