Indian Rail : জ্বালানির দাম বৃদ্ধির জের, বাড়তে পারে ডিজেল চালিত দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম

Updated : Apr 04, 2022 20:52
|
Editorji News Desk

দূরপাল্লার যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী ১৫ এপ্রিল থেকে আরও দামী হতে পারে ট্রেনের টিকিট (Rail fare)। একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই দিন থেকে ডিজেলে (diesel)) চলা দূরপাল্লার ট্রেনের (Express train) ক্ষেত্রে টিকিটের দাম ৫০ টাকা পর্যন্ত বাড়াতে পারে রেল। যদিও রেল (Indian Rail) সূত্রে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। গত কয়েকদিনের লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম। ওই বৈদ্যুতিন সংবাদমাধ্যমের দাবি, জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রাখতেই দূরপাল্লার ট্রেনের টিকিটে দাম বাড়ানোর কথা ভাবছে ভারতীয় রেল (Indian Rail)। 

সূত্রের দাবি, মূলত ডিজেল ইঞ্জিনে যে সব দূরপাল্লা ট্রেন এখনও চলে তাদের ক্ষেত্রেই এই ভাড়া বাড়ানোর কথা ভাবছে রেল বোর্ড। ওই সূত্রের আরও দাবি, হাইড্রোকার্বন (hydro-carbon) শুক্ল (surcharge) হিসাবে ১০ থেকে ৫০ টাকা বা ডিজেল কর (diesel tax) হিসাবে টিকিটের দাম বাড়ানোর কথা ভাবা হচ্ছে। তবে এই ভাড়া বাড়তে পারে যে দূরপাল্লার ইঞ্জিন ডিজেল চালিত, শুধুমাত্র সেই গাড়ির ক্ষেত্রেই। সূত্রের দাবি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম যে ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার সঙ্গে পাল্লা দিতেই ডিজেল ইঞ্জিন চালিত দূরপাল্লা ট্রেনের ক্ষেত্রে নতুন করে কর চালুর কথা ভাবা হচ্ছে। 

সূত্রে দাবি, ডিডেল চালিত দূরপাল্লার বাতানুকুল কামরায় ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে ভাড়া। স্লিপার কামরায় ভাড়া বাড়তে পারে ২৫ টাকা পর্যন্ত। জেনারেল কামরাতেও ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ার সম্ভাবনা আছে। তবে, শহর ও শহরতলীতে চলা ট্রেনে উপরে কোনও শুক্ল আরোপ করা হচ্ছে না। 

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই আধিকারীকদের একটি তালিকা তৈরি করতে নাকি বলা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, যে ট্রেনের যাত্রাপথে ৫০ শতাংশ রাস্তা ডিজেল ইঞ্জিনে চলে, সেই ট্রেনগুলিকে চিহ্নিত করতে। একইসঙ্গে দাবি করা হয়েছে ১৫ এপ্রিলের আগে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটলে তাতে কোনও শুক্ল দিতে হবে না। সূত্রের দাবি, এই ব্য়াপারে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার কথাও নাকি বলা হয়েছে। 

এক মাস পার হওয়ার পরেও রুশ-ইউক্রেন যুদ্ধ থামার কোনও নাম নেই। এই পরিস্থিতিতে দাম বাড়ছে অপরিশোধিত তেলের। যার প্রভার ইতিমধ্যেই ভারতীয় বাডারে পড়তে শুরু করেছে। গত ১৪ দিনে ১২ বার বেড়েছে জ্বালানির দাম। তাতে বেকায়দায় ভারতীয় রেলও। ইতিমধ্যেই পেট্রল সেঞ্চুরি হাঁকিয়েছে। আর সেঞ্চুরির দোড়গোড়ায় খেলছে ডিজেল। 

লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির জেরেই বাড়তে পারে দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম। যদিও রেলমন্ত্রকের তরফে এই ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

 

Indian RailExpress Trainticket

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন