বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল।কম দূরত্বের যে রুটগুলির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলে, তা যাত্রীদের জন্য আরও বেশি সুবিধাজনক করে তুলতেই রেলের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, ইন্দোর-ভোপাল, ভোপাল-জব্বলপুর এবং নাগপুর-বিলাসপুর রুটের বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কমতে পারে।
উল্লেখ্য, জুন মাসে পাওয়া তথ্য অনুযায়ী, ভোপাল-ইন্দোর রুটের বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীসংখ্যা ছিল মাত্র ২৯ শতাংশ। অন্যদিকে, ফিরতি রুটে ইন্দোর-ভোপাল যাত্রীসংখ্যা ছিল ২১ শতাংশ।
উল্লেখ্য, যাত্রীসংখ্যার দিক দিয়ে এই দেশের সফলতম বন্দে ভারত এক্সপ্রেস হল কাসারাগড়-ত্রিবান্দ্রম রুটের হাই-স্পিড ট্রেনটি। যেখানে 'সাফল্য'-এর হার ১৮৩%!