বাইকের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ২২ বছরের তরুণকে ব্যস্ত রাস্তায় দৌড় করানো হল ২ কিলোমিটার। তরুণের অপরাধ,নির্দিষ্ট সময়ের মধ্যে ধার করা দেড় হাজার টাকা শোধ করতে পারেননি তিনি। উড়িষ্যার কটকের ঘটনা।
ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিগৃহীত তরুণের নাম জগন্নাথ বেহরা। একটি বাইকের সঙ্গে বাঁধা ১২ ফুট লম্বা দড়ি দিয়ে বাঁধা হয়েছিল জগন্নাথের দুটো হাত। স্টুয়ার্টপাটনা স্কোয়ার থেকে সুতাহাট স্কোয়ার পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা তাঁকে বাইকের পেছনেই দৌড়তে হয় মিনিট ২০ ধরে।
রবিবারের ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বাবার শেষকৃত্যের জন্য অভিযুক্তদের থেকে ১৫০০ টাকা ধার নিয়েছিলেন জগন্নাথ। ৩০ দিনের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার কথা থাকলে দিতে পারেননি জগন্নাথ। তারই 'শাস্তি' দেওয়া হয় জগন্নাথকে।
রাস্তায় এমন ঘটনা ঘটার পরেও কেন কোনও হস্তক্ষেপ করা হয়নি, সে ব্যাপারে ট্রাফিক পুলিশকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।