কলকাতা-সহ তিন শহরে হানা। নগদ-সহ ৪১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এই ঘটনার তদন্ত করতে গিয়ে কার্যত চোখ কপালে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের।
এই ঘটনার তদন্তের সূত্র ধরেই এবার উঠে এলে বলিউডের একঝাঁক তারকার নাম। যে তালিকায় রয়েছেন সানি লিওনি থেকে টাইগার শ্রফের মতো বলি সেলেবরা।
ইডি সূত্রে খবর, একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্মের নাম মহাদেব বুক অ্যাপ। যার মালিক সৌরভ চন্দ্রাকরের বিয়েতে দুবাই গিয়েছিল বলিউড। গত ফেব্রুয়ারি মাসে এই বিয়ে হয়েছিল।
নাগপুর থেক ফ্লাইটে দুবাই গিয়েছিলেন বলিউড সেলেবরা। এই ঘটনায় এবার তাঁদেরই সমন পাঠানো হবে। অনলাইন বেটিং চক্রের সঙ্গে তাঁদের কী যোগ, তা খতিয়ে দেখতেই বলিউড তারকাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
ওই সূত্রে আরও দাবি করা হয়েছে, এর আগে অ্যাপের সাকসেস পার্টিতেও সৌরভের নিমন্ত্রণে একাধিক বলিউড তারকা উপস্থিত হয়েছিলেন। জানা গিয়েছে বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছিল মাত্র ২৭ কোটি টাকা। দুবাইয়ে হোটেল বুকিংয়ের জন্য নগদ ৪২ কোটি টাকা দেওয়া হয়েছিল।