রাজ্যসভাতেও নারীশক্তিকে প্রাধান্য দিল তৃণমূল কংগ্রেস। রবিবার প্রার্থী ঘোষণা করল তারা। ওই তালিকায় রয়েছেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, মতুয়া মহা সংঘের সঙ্ঘাধিপতি ও প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর, সাংবাদিক সাগরিকা ঘোষ এবং নাদিমুল হক।
পুরনোদের মধ্যে রাজ্যসভায় মনোনয়ন পাননি দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীর রঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন।
লোকসভা নির্বাচনের আগেই রাজ্যসভা নির্বাচন। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৫টি আসন রয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার মোট ৫৬ টি আসনের ভোটগ্রহণ হবে।