বিলকিস বানো (Bilkis Bano) কাণ্ডে দোষীদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হল সুপ্রিম কোর্টে (Supreme Court) । মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)। সংবাদ সংস্থা সূত্রে খবর,মঙ্গলবার সকালে আদালতে মামলাটি উথ্থাপন করেছেন আইনজীবী অপর্ণা ভট্ট । বুধবার জরুরি ভিত্তিতে মামলাটি তালিকাভুক্ত করার আর্জি জানানো হয়েছে । প্রধান বিচারপতি এনভি রমনার কাছে এই আর্জি জানানো হয়েছে । মামলাটি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত বিবেচনা করার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি ।
বিলকিস বানোকে ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত এগারোজন দোষীকে মুক্তি দিয়েছে গুজরাট সরকার । স্বাধীনতা দিবসের দিনই জেল থেকে বেরিয়েছে তারা । মুক্তির জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল এক অপরাধী। সেই আবেদনের ভিত্তিতে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। এরপরই ওই ১১ জনকে মুক্তির সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার । স্বাধীনতা দিবসের দিন গোধরা সাব জেলের সামনেই মালা এবং মিষ্টি নিয়ে তাঁদের মুক্তি উদযাপন করা হয়েছে ।
দোষীদের জেলমুক্তির পরেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ । গুজরাট সরকারের সিদ্ধান্তে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় । ধর্ষকদের সময়ের আগে মুক্তি দেওয়ার নির্দেশ প্রত্যাহারের দাবি ওঠে । এই সিদ্ধান্তে একপ্রকার ভাষা হারিয়ে ফেলেছেন বিলকিস । তাঁর কথায়,তিনি এখনও বোবা হয়ে রয়েছেন ।
উল্লেখ্য,কয়েকদিন আগেই দোষীদের মুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী ক্ষোভ উগরে দেন টুইটারে । ওই গণধর্ষণকারীদের মুক্তির নিন্দার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচাও দিয়েছেন তাঁরা ।