লোকসভার সদস্যপদ বাতিল করা হল তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের। টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। শুক্রবার সাংসদের বিরুদ্ধে লোকসভায় রিপোর্ট জমা করে এথিক্স কমিটি। তারপরেই সদস্যপদ বাতিলের ঘোষণা করা হয়।
লোকসভার সচিবালয় থেকে বৃহস্পতিবার রাতেই জানানো হয়েছিল যে শুক্রবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে রিপোর্ট পেশ করবে এথিক্স কমিটি। সেইমতো এদিন ১২টায় অধিবেশন শুরুর পরেই ওই রিপোর্ট পেশ করেন বিজেপি সাংসদ বিজয় সোনাকার। তারপর প্রবল হইহট্টগোল শুরু করেন বিরোধীরা। দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি রাখা হয়।
এদিকে বৃহস্পতিবারই স্পিকারের কাছে বিশেষ অনুরোধ করেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, মহুয়াকে যেন তাঁর বক্তব্য বলার সুযোগ দেওয়া হয়। এবং আলোচনা ছাড়া যেন কোনও পদক্ষেপ না গ্রহণ করা হয়। এমনকি, INDIA জোটের প্রতিটি দলই এথিক্স কমিটির এই রিপোর্টের বিরোধিতা করেছে।